Wednesday, December 6, 2017

ডেংগুর পাঁচালি এবং আরও কিছু কথা সুদীপ মৈত্র

মন যদিও লড়াই চায়
লড়াই তবু পালটে যায়।
কখনও লড়াই জয়ের জন্য
কখনও লড়াই, কারণ অন্য।
কখনও লড়াই হার বাঁচাতে
মানিয়ে নেওয়া এক খাঁচাতে।
গায়ের জোরে যায় না জেতা
স্কোরকার্ডে লেখা থাকে তা।
খেলে যাওয়াতেই খেলার মজা
মিথ্যে ওসব জয়ধ্বজা।
সুর মিলিয়ে ভালোবাসার
উঠতে বসতে হিসেব কষার।।

---
গত্তে আছে তত্ত্ব
বয়স কে জানে কত্ত
আমরা তবুও মত্ত
চিন্তার নিতে স্বত্ব।।

---
ডেঙ্গু পাঁচালি...

মশার কামড়ে মৃত্যু নয়
সরকার যদি সক্রিয় হয়।


মশার কামড়ে মৃত্যু? নাঃ।
যদি থাকে ঠিক জনচেতনা।

হাতে হাত রেখে
চলো একসাথে
বরাদ্দ বাড়াও
স্বাস্থ্য খাতে।

জ্ঞান আছে
আছে যুক্তির ধার
দরকার শুধু
সক্রিয়তার।

মশার বংশ
ধ্বংস হবে তো।
যদি উৎসগুলোয়
তেল দাও নিয়মিত।

জল যদি জমে
খন্দ ও খাতে
অস্ত্র দেওয়া হবে
মশার হাতে।

জঞ্জাল যদি
করো রোজ সাফ
মশা তো যাবেই
যাবে তার বাপ।

স্বচ্ছ রাখিলে
নিজ ঘরদোর
বেঁচে যাবি তুই,
পড়শিও তোর!

এ লড়াই আজ
নয় তো একার
পথে কত জন
সেটাই দ্যাখার।
১০
গণচেতনায় ঐক্য চাই
দূর হোক সব রোগ বালাই।

No comments:

Post a Comment