যদি কাঠামো ভাঙো
তা হলে কাঠামো
তোমায় ভাঙবে।
যদি প্রশ্ন তোলো
তা হলে পালটা প্রশ্ন
তোমায় ঘিরে ধরবে।
যদি তুমি
অধিকার চাও
তা হলে
নিষেধের বেড়াজাল
ছিন্নভিন্ন করবে তোমায়।
অবশ্য ক্ষমতার সঙ্গে
রফা করলে
এসব কখনোই
বাধা হয়ে দাঁড়াবে না।
তা হলে কাঠামো
তোমায় ভাঙবে।
যদি প্রশ্ন তোলো
তা হলে পালটা প্রশ্ন
তোমায় ঘিরে ধরবে।
যদি তুমি
অধিকার চাও
তা হলে
নিষেধের বেড়াজাল
ছিন্নভিন্ন করবে তোমায়।
অবশ্য ক্ষমতার সঙ্গে
রফা করলে
এসব কখনোই
বাধা হয়ে দাঁড়াবে না।
No comments:
Post a Comment